Breaking News :

চিকিৎসাধীন অবস্থায় মাঈন উদ্দিন খান বাদলর মৃত্যু

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম -৮ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব মাঈন উদ্দিন খান বাদলর মৃত্যু হয়েছে।

বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছে মঈনউদ্দিন খান বাদলের।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন বাদল। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে সংসদ সদস্য বাদলের ছোট ভাই মনির খান সাংসদ বাদলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ভারত থেকে কখন বা কবে দেশে লাশ নিয়ে আসা হবে এ সম্পর্কে তিনি কিছু জানাননি।

বাংলা ক্যালেন্ডার