৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
এখন থেকে গুগুল একাউন্টে ভ্যাট ১৫%
আজ গুগল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশী সকল ইউজারদেরকে (যাদের এডওয়ার্ড/এডসেন্স/গুগল অন্যান্য সার্ভিস গ্রহন করে থাকে) এখন থেকে ভ্যাটি দিতে হবে।
গুগল তাদের ইমেইল বার্তায় লিখেছেন, আপনার ব্যবসায়ের পরিচয় নম্বর আপডেট করতে গুগল পেমেন্ট সেন্টারে সাইন ইন করুন এবং “পেমেন্টস প্রোফাইল” বিভাগে যান। আপনি যদি আপনার ব্যবসায়ের পরিচয় নম্বর যুক্ত করতে অক্ষম হন তবে আপনি আপনার গুগল একাউন্টে ঢুকার অনুমতি পাবেন না । দয়া করে আপনার গুগল পেমেন্ট প্রোফাইলের প্রশাসকের সাথে যোগাযোগ করুন এবং তাদেরকে পেমেন্ট প্রোফাইলের অনুমতিগুলি সম্পাদনা করতে বলুন। তারপরে গুগল পেমেন্ট সেন্টারে আবার চেষ্টা করুন।
ব্যবহারকারীদের যুক্ত করা এবং তাদের অনুমতিগুলি পরিবর্তন সম্পর্কে আরও জানুন, গুগল কর সম্পর্কিত বিষয়ে আপনাকে পরামর্শ দিতে পারে না, সুতরাং এই পরিবর্তন সম্পর্কিত যে কোনও প্রশ্নের জন্য দয়া করে আপনার কর উপদেষ্টার সাথে যোগাযোগ করুন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ফেইসবুক সহ অন্যান্য মাধ্যমে ১৫% ভ্যাট বসানোর প্রস্তাব করে। তার ধারাবাহিকতায় এই ১৫% ভ্যাট এড করা হয়।