ব্রাহ্মবাড়িয়া জেলায় অডিশনের মাধ্যমে হিফজুল কুরআন ২০২০ প্রতিযোগীতা শুরু
ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মনিপুর
মঙ্গলবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। এই ঘোষণা দেয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। ওই দুই নেতার দাবি করেন, তাদের এই ঘোষণা রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে দেয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা নরেংবাম সমরজিৎ ও ইয়ামবিন বিরেন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন।
এদিকে বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন এবং সমরজিৎ দাবি করেন, তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।
এবিষয়ে এখনো যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন থেকে কোনো কিংবা ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুখ খোলেননি মনিপুরী রাজাও।
পরের সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন…….