৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে মন্ডল পরিচালিত ডনগিরি সিনেমাটি
আগামী ১৮ অক্টোবর ২০১৯ইং শাহ আলম মন্ডল পরিচালিত ডনগিরি সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন বাপ্পী চেীধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি, সাদেক বাচ্চু, শর্মিলী আহমেদ, হাসান ইমাম, লায়লা হাসান, ডিজে সোহেল, মিজু আহমেদ, আলীরাজ, মিশা সওদাগর, শিবা সানু, অমিত হাসান, অরুণা বিশ্বাস, এস আই ফারুক প্রমুখ।
সিনেমাটি চিএনাট্য ও কাহিনী লিখেছেন প্রয়াত যোশেফ শতাব্দী। সিনেমার গানগুলোতে কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কনক চাপা, সাবিনা ইয়াসমিন, পড়শি, ইমরান ও লেমিস । সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানগুলো লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকাররা। নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু, মাসুম বাবুল ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।
শাহ আলম মন্ডল বলেন, ‘ডনগিরি বড় বাজেটের সিনেমা। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আশা করছি, বান্যিজ্যিক ও জনপ্রিয়তার দিক থেকেও সিনেমাটি সফল হবে। বাকিটা ভাগ্যের ব্যাপার। তবে দর্শকদের প্রতি আমার বিনীত আহবান, আপনারা সিনেমা হলে গিয়ে ডনগিরি দেখবেন, তাহলে ভালো লাগবে।